বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০১:৪৩ পিএম

ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি জটিলতায় রিয়াল, লাভবান হতে পারেন রদ্রিগো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০১:৪৩ পিএম

ভিনিসিয়ুস জুনিয়রের সাথে রদ্রিগো। ছবি- সংগৃহীত

ভিনিসিয়ুস জুনিয়রের সাথে রদ্রিগো। ছবি- সংগৃহীত

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বড় অঙ্কের বেতন বৃদ্ধির দাবিতে নতুন করে চাপে পড়েছে রিয়াল মাদ্রিদ। সঙ্গে রয়েছে চুক্তি নবায়নের বিপরীতে মোটা অঙ্কের বোনাস। যা ক্লাবের বর্তমান বেতন কাঠামোকে ছাড়িয়ে যেতে পারে।

ভিনিসিয়ুসের এই উচ্চতর আর্থিক চাহিদার মূল কারণ ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে আসার সময় পাওয়া বিশাল সাইনিং বোনাসকে কেন্দ্র করে। 

এমবাপ্পে গত গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দেন এবং তার চুক্তির অর্থনৈতিক বিবরণ ভিনির জন্য এখন এক ধরনের ‘রেফারেন্স পয়েন্ট’ হয়ে উঠেছে।

এদিকে, ক্লাবের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে তার চুক্তি নবায়ন তো দূরের কথা। বরং ক্লাব কর্তারা এখন ভাবছেন তাকে বিক্রির পথেই হাঁটবেন কি না, তবে তা এখনো নিশ্চিত না।

চুক্তি অনিশ্চয়তায় রদ্রিগোর সম্ভাবনা জাগছে

এই জটিল পরিস্থিতিতে লাভবান হতে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো । স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নবায়ন যদি অনিশ্চয়তায় পড়ে, তবে রদ্রিগোর সম্ভাব্য দলবদল আপাতত বন্ধ রাখা হতে পারে। 

রদ্রিগোর চুক্তির মেয়াদ ভিনির তুলনায় এক বছর বেশি, এবং ক্লাব তার ট্রান্সফার মূল্য নির্ধারণ করেছে ১০০ মিলিয়ন ইউরো (প্রায় ১১৬ মিলিয়ন মার্কিন ডলার)।

তবে সমস্যা একটাই—রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের শঙ্কা, ভিনিসিয়ুসকে ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া হলে অন্য তারকারাও একই রকম দাবি তুলবেন। 

তাই, ব্যয়সীমা ধরে রাখতে গিয়ে রিয়াল এখন গ্রীষ্মকালীন বড় খরচ পুষিয়ে নিতে দুজনের একজনকে বিক্রির কথা ভাবছে।

রিয়াল কোচ আলোনসোর পরিকল্পনা

রিয়ালের নতুন কোচ জাবি আলোনসোর অধীনে এখন পর্যন্ত মাত্র ৯২ মিনিট খেলেছেন রদ্রিগো—ছয় ম্যাচের মধ্যে তিনটিতেই ছিলেন বেঞ্চে। তবু শোনা যাচ্ছে, রদ্রিগো বার্নাব্যুতে থাকতে চান এবং ভিনির বিদায়ে তিনিই আলোনসোর রোচনায় ফিরে আসতে পারেন।

সূত্র বলছে, আলোনসো ভবিষ্যতে হয়তো এমবাপ্পে বা ভিনিসিয়ুস—দুজনের মধ্যে একজনকে বেঞ্চে বসিয়ে দলে কাঠামোগত ভারসাম্য আনতে চান। 

সে ক্ষেত্রে রদ্রিগো নিজেকে প্রমাণের একটি বড় সুযোগ পাবেন। তবে ক্লাব এখনও রদ্রিগোকে ছাড়ার পক্ষেই আগ্রহী বলে জোরালো গুঞ্জন রয়েছে।

অপরদিকে রদ্রিগোর ভবিষ্যত নির্ভর করছে তার নিজের সিদ্ধান্তের ওপর। ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট—আর্সেনাল ও লিভারপুল ইতিমধ্যে তাকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। 

আর্সেনাল সামনের কাতারে থাকলেও, লিভারপুলও সমানভাবে প্রস্তুত রদ্রিগোর জন্য লড়াই করতে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!