আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল ইউরোপ ছেড়ে পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে। আতলেতিকো মাদ্রিদের হয়ে তিন বছর কাটানোর পর তিনি ধারে যোগ দিচ্ছেন মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে।
ইএসপিএন সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এ চুক্তি স্থায়ী হওয়ারও সম্ভাবনা রয়েছে।
ইন্টার মিয়ামির সহ-মালিক হোর্হে মাস চলতি মাসের শুরুতে মাদ্রিদ সফর করে চুক্তির বিষয়টি সম্পূর্ণ করেন। ক্লাবের খেলার সামগ্রিক মান বাড়ানোর অংশ হিসেবেই ডি পলের এই আগমন।
আপাতত সংক্ষিপ্ত মেয়াদের চুক্তিতে আসলেও, ভবিষ্যতে একাধিক বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে স্বাক্ষরের সুযোগ থাকছে ডি পলের সামনে।
তবে শুরুতে তিনি ইন্টার মিয়ামির 'ডিজাইনেটেড প্লেয়ার' (ডিপি) হবেন না, কারণ সেই তিনটি স্থান ইতিমধ্যে লিওনেল মেসি, জর্দি আলবা এবং সের্হিও বুস্কেৎস্ দ্বারা পূর্ণ।
তবে চুক্তির মেয়াদ শেষে যদি কোনো একটি ডিপি স্থান খালি হয়, সেক্ষেত্রে ডি পলকে বড় অঙ্কের চুক্তিতে দলে ভেড়াতে পারবে ক্লাবটি।
২০২৬ সালের জুনে আতলেতিকোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডি পলের। ফলে তার এক বছর আগে দল ছাড়ায় তিনি পরবর্তীতে ফ্রি এজেন্ট হিসেবে বিবেচিত হবেন।
এদিকে মেসির ইন্টার মিয়ামিতে থাকা নিয়ে আলোচনাও চলমান। দুই পক্ষই ২০২৫ সালের পরও সম্পর্ক অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে।
অন্যদিকে সের্হিও বুস্কেৎস্ চুক্তি নবায়ন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন সহ-মালিক হোর্হে মাস, তবে ভবিষ্যতের জন্য দরজা খোলা রয়েছে।
ডি পলের ইন্টার মিয়ামিতে যোগদানের খবরটি আসে ক্লাব বিশ্বকাপে দলের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর। তারা দ্বিতীয় স্থান অর্জন করলেও রাউন্ড অব সিক্সটিনে প্যারিস সেন্ট জার্মেইনের কাছে হেরে বিদায় নেয়।
বর্তমানে দলটি এমএলএস-এ পুনরায় খেলা শুরু করেছে এবং আগামী ৩০ জুলাই লিগস কাপেও অংশ নেবে।
উল্লেখ্য, রদ্রিগো ডি পল ছিলেন আর্জেন্টিনা দলের অন্যতম কাণ্ডারি, যারা ২০২১ এবং সদ্যসমাপ্ত ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ জিতেছে।
২০২১ সালে সিরি আ'র উদিনেস থেকে ৩৫ মিলিয়ন ইউরোতে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি। স্প্যানিশ ক্লাবটির হয়ে ১৮৭ ম্যাচে অংশ নিয়ে করেছেন ১৪টি গোল ও ২৬টি অ্যাসিস্ট।
আপনার মতামত লিখুন :