আষাঢ় শেষে চলছে শ্রাবণ মাস। এখনো দেশের আকাশে মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন দিচ্ছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, টানা না হলেও মাসজুড়েই বৃষ্টিপাত থাকবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) আবহাওয়া অফিস থেকে দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
পরের দিন শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে। আজ দক্ষিণাঞ্চলে কিছুটা কমেছে বৃষ্টি। তবে উত্তরাঞ্চলসহ ঢাকায় সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলবে।
আপনার মতামত লিখুন :