বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০১:০৬ পিএম

মেসি ম্যাজিকের ছন্দপতন, সিনসিনাটির কাছে বিধ্বস্ত মিয়ামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০১:০৬ পিএম

সিনসিনাটির বিপক্ষে  বড় ব্যবধানে হেরে গেছে  ইন্টার মিয়ামি। ছবি- সংগৃহীত

সিনসিনাটির বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে ইন্টার মিয়ামি। ছবি- সংগৃহীত

মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের পর এবার গোলশূন্য মাঠ ছাড়লেন এই আর্জেন্টাইন মহাতারকা। বৃহস্পতিবার ভোরে এফসি সিনসিনাটির বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে গেছে মেসির দল ইন্টার মিয়ামি। 

এই ম্যাচে মেসি নিজেও ছিলেন নিষ্প্রভ, তার সঙ্গে গোটা দলও উপহার দিয়েছে ছন্নছাড়া ফুটবল।

চলতি মৌসুমে ৩৮ বছর বয়সি মেসি ইতিমধ্যেই ১৬ গোল করে ফেলেছেন। এর মধ্যে শেষ পাঁচ ম্যাচে প্রতিটিতে জোড়া গোল করে তিনি রীতিমতো রেকর্ড বইয়ে নাম তুলেছিলেন। 

২০১২ সালে বার্সেলোনার হয়ে সর্বশেষ এমন বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন মেসি। তবে সিনসিনাটির কঠিন মাঠে এসে মিয়ামির সেই ছন্দপতন ঘটল।

ম্যাচের ১৬ মিনিটেই স্বাগতিকদের হয়ে ২০ বছর বয়সি মিডফিল্ডার জেরার্ডো ভ্যালেনজুয়েলা দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ সিনসিনাটির হাতেই থাকে।

 ৫০ ও ৭০ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইভান্ডার আরও দুটি গোল করে মিয়ামির কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

এদিন পুরো ম্যাচে ইন্টার মিয়ামি লক্ষ বরাবর মাত্র দুটি শট নিতে সক্ষম হয়, যা তাদের পারফরম্যান্সের দৈনদশা স্পষ্ট করে তোলে। মেসিরাও যেন মাঠে ছিলেন বিধ্বস্ত এবং বিমর্ষ।

ম্যাচ শেষে ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানো হতাশা গোপন করেননি। তিনি বলেন, আজ আমরা শুরু থেকেই পিছিয়ে ছিলাম।

শারীরিক ও মানসিক ক্লান্তি খেলোয়াড়দের মধ্যে স্পষ্ট ছিল। প্রতিপক্ষ আমাদের সবদিক দিয়ে ছাড়িয়ে গেছে। লিও শেষ দিকে হালকা চোট পেয়েছিল, তবে গুরুতর কিছু নয়।

]

এই পরাজয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মিয়ামি পঞ্চম স্থানে নেমে গেছে। তাদের সংগ্রহ এখন ৩৮ পয়েন্ট, যা শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৮ পয়েন্ট কম।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!