জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে; কিন্তু জুলাই সনদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল এটি সবার আগে হওয়া প্রয়োজন।
বুধবার (২৯ অক্টোবর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, জুলাই সনদ এতটাই গুরুত্বপূর্ণ যে, এর ব্যয় মেটাতে কিছু ফান্ড খরচ করলেও গণভোটের মাধ্যমে এটি প্রণয়ন করা উচিত। তার কথায়, জাতীয় নির্বাচনের আগে গণভোট হয়ে যাওয়াই শ্রেয় গণভোটের সঙ্গে উচ্চ পর্যায়ে ‘পিআর’ বিষয়টিও জড়িত থাকার কারণে নির্বাচনের আগে এ সমস্যার সমাধান হওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, নভেম্বর শেষের দিকে গণভোট করা যেতে পারে। যদি নভেম্বরে গণভোট না হয়, তাহলে ভবিষ্যৎ সব নির্বাচনে এ নিয়ে চাপ সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা জানান।
সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রস্তুতি সম্পর্কেও ডা. তাহের জানান, জামায়াতের পক্ষ থেকে যেসব প্রস্তুতি দরকার, সেগুলো আছে। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে এবং প্রতিটি কেন্দ্রে আর্মি, বিজিবি ও র্যাবসহ সব বাহিনীর উপস্থিতি রাখতে হবে আগে এসব বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকলেও এখন তাদের প্রতিটি কেন্দ্রে অবস্থান নিশ্চিত করা উচিত।
বৈঠকে কি অন্যান্যের সঙ্গে নির্বাচনজনিত কোনো কর্মকাণ্ড, সময়সূচি বা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে- এ বিষয়ে দল এখনো আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন