বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০১:০৪ পিএম

দর্শকপ্রিয় চিত্রনায়িকা শাবনাজের জন্মদিন আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০১:০৪ পিএম

চিত্রনায়িকা শাবনাজ।    ছবি- সংগৃহীত

চিত্রনায়িকা শাবনাজ। ছবি- সংগৃহীত

নব্বই দশকের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ। টানা একই ধরনের গৎবাঁধা কাহিনি আর পরিচিত শিল্পীদের পুনরাবৃত্তিতে যখন দর্শক ক্লান্ত, ঠিক তখনই ঢাকাই সিনেমায় স্নিগ্ধ সৌন্দর্য ও কিশোরী মাধুর্য নিয়ে আবির্ভূত হন তিনি।

বুধবার (২৯ অক্টোবর) এই জনপ্রিয় অভিনয়শিল্পীর জন্মদিন।

জন্মদিনে কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও পারিবারিকভাবেই দিনটি উদযাপন করা হবে জানালেন শাবনাজ।

তিনি বলেন, সত্যি বলতে এখন আর জন্মদিনকে ঘিরে আগের মতো কোনো উচ্ছ্বাস কাজ করে না। বাবা নেই, মা নেই- তাদের কথা এই দিনে আরও বেশি মনে পড়ে। ঘরোয়াভাবে যতটুকু সম্ভব, অল্প আয়োজনেই উদযাপন করি।

সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন- এই দোয়া চাই। দর্শক এখনো আমাকে মনে রেখেছেন, দেখলে আগ্রহ নিয়ে কথা বলতে আসেন- এটাই আমার বড় প্রাপ্তি।

চিত্রনায়িকা শাবনাজের পারিবারিক নাম সাবরিনা তানিয়া। তিন বোনের মধ্যে তিনি বড়। তার বাবা সা. ম. হুমায়ূন ছিলেন নাট্যশিল্পী। তার সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল গুণী নির্মাতা আজিজুর রহমানের। সেই সূত্র ধরেই পরিচালক এহতেশামের হাত ধরে রুপালি পর্দায় পা রাখেন শাবনাজ।

১৯৯১ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে রাতারাতি দর্শকপ্রিয়তা পান তিনি। ডাগর ডাগর চোখ, আকর্ষণীয় হাসি আর চঞ্চল অভিনয়ে মন জয় করেন দর্শকের। এই সিনেমাতেই তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন নাঈম। পরবর্তীতে দর্শকের ভালোবাসায় আলোচনায় আসে নাঈম-শাবনাজ জুটি।

লোকপ্রিয়তার ধারাবাহিকতায় তারা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন ‘জিদ’, ‘লাভ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’, ‘ঘরে ঘরে যুদ্ধ’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায়। ১৯৯৪ সালে নাঈম-শাবনাজ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিগত জীবনের কারণে অন্য নায়কের বিপরীতে অভিনয় খুব কম করেছিলেন তিনি।

২০০১ সালে ‘ঘরে ঘরে যুদ্ধ’ ছিল এই জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। এরপর ২০০৭ সালে আজিজুর রহমানেরই ‘ডাক্তার বাড়ি’ সিনেমায় অভিনয় করেন শাবনাজ।

সম্প্রতি দেশে আলোচনায় রয়েছে চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যু–রহস্য। এই ক্ষণজন্মা নায়কের বিপরীতেও শাবনাজ অভিনয় করেছিলেন শিবলী সাদিকের ‘মায়ের অধিকার’, হাফিজ উদ্দিনের ‘আঞ্জুমান’ ও তমিজ উদ্দিন রিজভীর ‘আশা ভালোবাসা’ ছবিতে। এর মধ্যে ‘মায়ের অধিকার’ দর্শকপ্রিয়তা ও আলোচনার শীর্ষে উঠে আসে।

১৯৯৬ সাল শাবনাজের ক্যারিয়ারে বিশেষ গুরুত্বপূর্ণ। ওই বছরের ৮ নভেম্বরে মুক্তি পায় নায়ক আলমগীর পরিচালিত ‘নির্মম’। এই ছবিতে অভিনয় করে তিনি অর্জন করেন অভিনয় জীবনের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বলে রাখা যায়, একসময় রুপালি পর্দায় ঝড় তোলা নাঈম-শাবনাজ জুটি আজ বাস্তব জীবনে সুখী দম্পতি। তাদের সংসারে রয়েছে দুই কন্যা-নামিরা নাঈম ও মাহদিয়া নাঈম।

রূপালী বাংলাদেশ

Link copied!