প্রেম, বাস্তবতা ও করোনাকালে ফ্রন্টলাইনের যোদ্ধাদের জীবনযাপনের গল্পের সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’। সম্প্রতি শেষ হয়েছে সিনেমাটির শুটিং। বর্তমানে এডিটিংয়ের কাজ চলছে। ইমপ্রেস টেলিফিল্মেও প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন রাজু আলীম।
সিনেমাটিতে অভিনয় করেছেন রাজু আলীম, সাদিকা পারভিন পপি, শিপন মিত্র, মাহবুব তূর্য, মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিনা আক্তার শিলা, রানার্স আপ আলিশা ইসলাম, আফরিন প্রিয়মনি, তানিন তানহা, মেহেদী পলাশ, ডিজে সোনিকা, মায়াবিনী প্রমুখ।
এ সিনেমায় গান গেয়েছেন মেহরিন, অনিমা রায়, মাহমুদ মিলন, নুসরাত বৃষ্টি, আর্শিনা প্রিয়া, তামান্না প্রমি, কর্নিয়া, ম্যাক আপেল সহ অনেকেই। সংগীত পরিচালনয় রয়েছেন আজম বাবু।
পরিচালনার পাশাপাশি এতে অভিনয় করেছেন রাজু আলীম। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি।
রাজু আলীম বলেন, ‘এই সিনেমার শুটিং চলাকালীন একটি মজার ব্যাপার হয়েছিল। ওই সময় আমরা ভেবেছিলাম পপি প্রেমে পড়েছেন এবং তার ব্যক্তিগত জীবন ঘিরে নানান ঘটনা ঘটছে। তখন আমি সিদ্ধান্ত নেই ওপেনিং ও ক্লোজিংটা করে ফেলবো আগেই। যে কারণে আমরা সিনেমায় শুটিংয়ের মধ্যে শেষ দৃশ্যে পপিকেই রাখতে চেয়েছিলাম। সেটা ছিল একটি ডিভোর্সের দৃশ্য। গল্পে পপির সাথে তার স্বামীর ডিভোর্স হয়। কিন্তু আমরা সিনেমার শুটিং শেষ করতে পারিনি পপির জন্য। কারণ পপির বিয়ে হয়ে যায়। পরবর্তীতে তিনি সন্তানের মা হন এবং পরিবার নিয়েই ব্যস্ত থাকেন।’
তিনি বলেন, ‘আমার সিনেমাতে নায়িকাগুলো এসেছেন চরিত্রের প্রয়োজনে। এ সিনেমায় সর্বশেষ নায়িকা হিসেবে আলিশাকে দেখা যাবে। নায়িকা হিসেবে সে সাবলীল অভিনয় করেছে। সিনোমায় দুটি আইটেম গান রয়েছে, যা দর্শকরা বেশ মজা পাবে।’
রাজু আলীম বলেন, ‘আসলে সবার সঙ্গেই অভিনয় করে ভালো লেগেছে। তবে পপির স্বামী হিসেবে অভিনয় করাটা আমার সবচেয়ে বড় অর্জন। কারণ আমি এত বিখ্যাত কোন অভিনেতা না কোন নায়কও না। অনেক আগে বিটিভিতে কিংবা বিভিন্ন চ্যানেলের নাটকে অভিনয় করেছি। নায়ক হিসেবে অভিনয় করেছি এটি আমার সৌভাগ্য। কিন্তু সিনেমাতে নায়ক হিসেবে এটাই আমার প্রথম এবং সেটা পপির সঙ্গে বাংলাদেশের আপামর জনসাধারণের প্রিয় একটি নায়িকা। এটা বেশ ভালো লেগেছে।’
তিনি বলেন, ‘গল্পের মধ্যেই কিন্তু কল্পনায় আমাদের অনেকগুলো নায়িকা আসে। সেটা এক ধরনের ক্রিয়েট করা। এখানে শিরিন আক্তার শিলা, আলিশা স্বনামেই কাজ করেছে। নতুন নায়িকা প্রিয়মনি সেও ভালো কাজ করেছে। সব মিলিয়ে সবাই ভালো করেছে। আমার গুরুত্বপূর্ণ চরিত্র পপি, পপির পরে আলিশা।’
সিনেমার গল্প থেকে দর্শকরা কি মেসেজ পাবে? জবাবে তিনি বলেন, ‘এই গল্পটি মেসেজে ভরা। প্রতিটা সিকুয়েন্সে ও গানে গল্প আছে। এটি না আর্ট ফিল্ম না কমার্শিয়াল ফিল্ম, এটি শুধু পূর্ণদৈর্ঘ্য সিনেমা। বাকিটা দর্শকরা হলে গিয়ে দেখলেই বুঝবেন।’
সিনেমাটি মুক্তি প্রসঙ্গে পরিচালক রাজু আলীম বলেন, ‘সিনেমাটি তিন ফরম্যাটে আমরা মুক্তি দেব বলে আশা করছি। এখন এডিটিং টেবিলে আছে, তারপরে ডাবিং হবে এবং কালার গ্রিডিং হবে। আমরা সিনেমাটি নির্বাচনের আগে ১৩ ফেব্রুরারি মুক্তি দিতে চাই। আমরা ওটিটিতেও মুক্তি দেব। সেইসঙ্গে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারও হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন