পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন চারটি মাদকবাহী জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের টানা হামলায় ১৪ জন মাদক পাচারকারী নিহত হয়েছেন। ঘটনায় একজন জীবিত আছেন বলে নিশ্চিত করা হয়েছে। নিজের এক্স অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) হেগসেথ বলেন, ‘মেক্সিকান কর্তৃপক্ষ ওই বেঁচে থাকা ব্যক্তিকে উদ্ধারের দায়িত্ব নিয়েছে। তিনটি আলাদা হামলা সোমবার সংঘটিত হয়, যেখানে মার্কিন বাহিনী মাদকবাহী নৌযানগুলোকে লক্ষ্য করে অভিযান চালায়।’
তিনি আরও জানান, অভিযানের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মাদকচক্রের রুটে আঘাত হানা ও মাদক পাচার প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা। ঘটনাটি বর্তমানে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ তদন্তের আওতায় রয়েছে।
গোয়েন্দা সূত্র জানায়, ওই চারটি জাহাজ পরিচিত মাদক পাচারের রুট ধরে চলাচল করত এবং মাদক বহন করছিল। প্রথম হামলায় আটজন, দ্বিতীয় হামলায় চারজন এবং তৃতীয় হামলায় তিনজন করে ১৪ জন নিহত হয়েছেন। হামলার সময় কোনো মার্কিন সামরিক কর্মী আহত হননি। বেঁচে যাওয়া ব্যক্তির বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
হেগসেথ তার পোস্টে আরও বলেন, ‘এই মাদকপাচারীরা আল-কায়েদার চেয়েও বেশি আমেরিকানকে হত্যা করেছে। তাদের সঙ্গেও একই আচরণ করা হবে। আমরা তাদের ট্র্যাক করব, তাদের নেটওয়ার্ক ভাঙব, আর তারপর তাদের শিকার করব ও হত্যা করব।’ এই মন্তব্য আন্তর্জাতিক আইনি ও নৈতিক দিক থেকে বিতর্কের জন্ম দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনাও দেখা দিয়েছে। কংগ্রেসে সংশ্লিষ্ট তথ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি যুদ্ধ ঘোষণা করবেন না বলেও জানিয়েছেন। গত সপ্তাহে দলীয় বক্তৃতায় তিনি বলেন, ‘আমি মনে করি আমরা কেবল তাদেরই মারব, যারা আমাদের দেশে মাদক নিয়ে আসে। ঠিক আছে? আমরা তাদেরই মারব। তুমি জানো? তারা যেন মৃত।’ তার এই কণ্ঠস্বর ও ভাষার তীব্রতা আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
কেন্টাকি রিপাবলিকান সিনেটর র্যান্ড পল এই নৌকার হামলাগুলোকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে অভিহত করেছেন। ফক্স নিউজ সানডে-কে তিনি বলেন, প্রশাসন কংগ্রেসকে এসব কর্মকাণ্ডের বিষয়ে পর্যাপ্ত তথ্য দিচ্ছে না। তিনি কর্মকর্তাদের বিরুদ্ধে কড়া প্রশ্ন তুলেছেন যে, কংগ্রেসের অনুমোদন বা নজরদারি ছাড়াই সামরিক হস্তক্ষেপের পরিসর কী ছিল।
সূত্র: রয়টার্স, ফক্স নিউজ


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন