৪৯তম দানোত্তম কঠিন চীবর দান-২০২৫ উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) রাঙামাটি রাজবন বিহার পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস.এম. ফরহাদ হোসেন।
পরিদর্শনকালে তিনি বিহার প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের চলাচল ও সার্বিক জননিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি উৎসবকে ঘিরে নেওয়া প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, কঠিন চীবর দান উৎসব পার্বত্যাঞ্চলের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন। এই আয়োজনকে শান্তিপূর্ণ, নিরাপদ ও ধর্মীয় সৌহার্দ্যময় পরিবেশে সম্পন্ন করতে রাঙামাটি জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা জেলা পুলিশের সামাজিক দায়িত্ব ও পেশাগত অঙ্গীকার।

পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ রাজবন বিহার উপাসক–উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন