শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৩:০৩ এএম

বড় স্বপ্ন নিয়ে এসি মিলানে মদ্রিচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৩:০৩ এএম

বড় স্বপ্ন নিয়ে এসি মিলানে মদ্রিচ

ক্যারিয়ারের গোধূলিলগ্নে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিয়ে ভালো কিছু অর্জনের প্রত্যাশার কথা জানালেন লুকা মদ্রিচ। আর সে জন্য নতুন সতীর্থদের উদ্দেশে এই তারকা মিডফিল্ডারের পরিষ্কার বার্তাÑ সাধারণ মানের ফুটবল খেললে চলবে না। নব্বইয়ের দশকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি ছিল এসি মিলান। সেই দল এখন ধুঁকছে। গত মৌসুমের সিরি আ-তে একের পর এক ম্যাচে বাজে পারফরম্যান্সে অষ্টম হয়ে আসর শেষ করে ঐতিহ্যবাহী ক্লাবটি। রিয়াল মাদ্রিদে সফল ১৩টি বছর কাটিয়ে এবং ক্লাবটির হয়ে রেকর্ড-সংখ্যক শিরোপা জয়ের পর গত সোমবার মিলানের সঙ্গে এক বছরের চুক্তি করেন ৩৯ বছর বয়সি মদ্রিচ। মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা আছে চুক্তিপত্রে। নতুন ঠিকানায় এসে মিলান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে দলটিকে শীর্ষ পর্যায়ে ফেরানোর লক্ষ্যের কথা বললেন মদ্রিচ। তিনি বলেন, ‘সাধারণ মানের ফুটবল খেলে খুশি হতে পারে না। দলের সম্ভাব্য সবচেয়ে বড় লক্ষ্য ও শিরোপা জয়ের তাড়না থাকতে হবে এবং বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে লড়াই করতে হবে। আর সে কারণেই আমি এখানে।’ সাক্ষাৎকারের এক ফাঁকে মদ্রিচকে তার ছোটবেলার মিলানের ওয়ার্মআপ জার্সি পরা একটা ছবি দেখানো হয়। তখন স্মৃতির ভেলায় ভেসে যেন সেই সময়ে ফিরে যান তিনি। মদ্রিচ বলেন, ‘বেড়ে ওঠার সময় আমি অনেক ইতালিয়ান লিগের ম্যাচ দেখতাম এবং আমার ফেভারিট দল ছিল এসি মিলান। ওই সময়ে ক্রোয়েশিয়ায় আমরা অনেকে মিলানকে অনুসরণ করতাম, কারণ তখন এটা বিশে^র সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর একটি ছিল। এ ছাড়া সেই সময় (সাবেক ক্রোয়াট মিডফিল্ডার) জোনিমিরি বোবান এই ক্লাবে খেলতেন, যিনি আমার আদর্শ ছিলেন।’ ইউরোপিয়ান কাপ কিংবা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জিতেছে এসি মিলান। কিন্তু গতবার সিরি আ-তে অষ্টম হওয়ায় আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতার কোনো পর্যায়েই দেখা যাবে না তাদের। দলকে আবার সেরা অবস্থানে ফেরাতে কাজ করতে চান মদ্রিচ। আর দুই মাসের কম সময়ে ৪০ বছর পূর্ণ হবে মদ্রিচের। এই বয়সের অনেক আগেই অনেক ফুটবলার ক্যারিয়ারের ইতি টেনে দেন। কেউ খেলা চালিয়ে গেলেও ইউরোপের বাইরের কোনো ক্লাবে পাড়ি জমান, যেখানে চাপ কিছুটা কম। মদ্রিচের সামনেও তেমন সুযোগ ছিল, কিন্তু তিনি এখানেই থাকার সিদ্ধান্ত নেন। সে কারণও জানালেন তিনি। মদ্রিচ বলেন, ‘আমি ইউরোপে থাকতে চেয়েছি, প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলা চালিয়ে যেতে চেয়েছি। (ইউরোপের বাইরের ক্লাবের) কিছু প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু মিলানের প্রস্তাব পাওয়ার প্রথম মুহূর্ত থেকেই নিজের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!