শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৮:০৯ পিএম

ইন্টারনেটের দাম ও গতি নিয়ে বড় সুখবর দিল সরকার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৮:০৯ পিএম

ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি- সংগৃহীত

ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি- সংগৃহীত

সরকার ইন্টারনেটের গতি বাড়ানো ও খরচ কমানোর লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ব্যক্তি তথ্য সুরক্ষা আইন, জাতীয় এআই নীতি ও টেলিকম নীতিমালায় পরিবর্তনের প্রস্তুতিও চলছে।

বুধবার (১৬ জুলাই) সকালে রাজধানীতে অনুষ্ঠিত ‘বায়োটিক ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিকস সামিটে’ প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ‘ডেটা গভর্নেন্স অ্যাক্ট’ নামে একটি নতুন আইন তৈরির কাজ চলছে, যার মাধ্যমে ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া, বর্তমান টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি আইনগুলো সময়োপযোগী করতে সংশোধনের কাজও এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, ‘ন্যাশনাল এপিআই হাব’ তৈরি এবং ক্লাউড সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। এসব উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়নে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরকারি সেবার ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এখন অনলাইনে আবেদন করে অফিসে গিয়ে ডাউনলোড কপি নিতে হয়, এটা প্রকৃত ডিজিটালাইজেশন নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেবা যেন পুরোপুরি ডিজিটাল প্রক্রিয়ায় নাগরিকদের কাছে পৌঁছায়।

তিনি জানান, সিটি করপোরেশনগুলোর ফ্রন্ট ডেস্ক কার্যক্রমকে আরও সক্রিয় ও সেবাবান্ধব করতে কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগ চলমান সরকার শুরু করলেও ভবিষ্যৎ সরকার তা আরও সম্প্রসারিত করবে বলে প্রত্যাশা প্রকাশ করেন তিনি।
 

Shera Lather
Link copied!