যুদ্ধবিরতির পরেও দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশে দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে আবারও তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এই অঞ্চল থেকে সরকারি বাহিনীকে প্রত্যাহারের একদিন পরই শুক্রবার আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এদিকে এক ‘ইসরায়েলি’ কর্মকর্তা নাম প্রকাশ না করে সাংবাদিকদের বলেন, ‘দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় চলমান অস্থিরতা বিবেচনায় ইসরায়েল আগামী ৪৮ ঘণ্টার জন্য সুইদা অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সীমিত প্রবেশের অনুমতি দিয়েছে।’
এদিকে, সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সুইদা অঞ্চলে আবারও সরকারি বাহিনী মোতায়েন করা হয়েছে, এই সংবাদ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের মুখপাত্র নূরউদ্দিন আল-বাবা বলেন, ‘এ বিষয়ে কোনো সরকারি ঘোষণা জারি করা হয়নি। আমরা প্রকাশিত খবরের সত্যতা পুরোপুরি অস্বীকার করছি।’
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শুক্রবার ফের সংঘর্ষ ছড়িয়ে পড়ে সুইদার পশ্চিমাঞ্চলে, যেখানে সরকারি সমর্থিত বেদুইন গোষ্ঠীর মুখোমুখি হয় দ্রুজ সম্প্রদায়। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, উভয়পক্ষই গুলি বিনিময়ের ঘটনা স্বীকার করেছে।
বুধবার ‘ইসরায়েল’ সুইদা ও রাজধানী দামেস্কে ব্যাপক বিমান হামলা চালায়। ‘ইসরায়েল’ আগে থেকেই দামেস্ক সরকারকে দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছিল। সিরিয়া এসব হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং ‘দেশে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি’ করার অপচেষ্টা বলে উল্লেখ করে।
মানবাধিকার সংস্থা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানায়, রবিবার থেকে শুরু হওয়া এ সংঘর্ষে সুইদা এবং আশপাশে কমপক্ষে ৩২১ জন নিহত হয়েছে।
সিরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সেবাবিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছেন, সহিংসতায় আটকে পড়া বহু নাগরিকের অনুরোধে শত শত পরিবারকে সুইদা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আহত ৫৭০ জনেরও বেশি মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এরইমধ্যে ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :