ভারত সরকারের মদদেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও বিভিন্ন নেতারা কলকাতায় অবস্থান করছেন বলে ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার কলকাতার নিউটাউনে এক অনুষ্ঠানে এমন ইঙ্গিত দেন মমতা। তিনি বলেন, ‘ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে, আমি কি না বলেছি? অতিথি হিসেবে রাখার রাজনৈতিক কারণ রয়েছে। ভারত সরকারের অন্য কোনো কারণ রয়েছে। কিন্তু আমরা তো কিছু বলিনি।’
ভারতে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার প্রসঙ্গে মমতা এসব কথা বলেন।
                                    
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল, এটা কখনো হয়? আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি? ১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তির ফলে ভারতে আসা উদ্বাস্তুরা সকলে অবশ্যই ভারতের নাগরিক। বাংলাদেশি কোনোভাবেই নয়। এখন হয়তো আসতে পারবে না।’
মমতা অভিযোগ করেন, বিজ্ঞপ্তি দিয়ে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই রিপোর্ট করা হবে। তারা জানে না, বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয়, আর বিশ্বে পঞ্চম। মমতা আরও বলেন, বাংলায় বাংলাদেশি টান থাকতেই পারে। ওপার বাংলায় তারা ছিলেন, এটা ভুলে গেলে চলবে না।
                                    
বৃহস্পতিবার নিউটাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি আবাসন প্রকল্পের উদ্বোধনের সময় বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের হেনস্থার বিষয়ে প্রতিক্রিয়া জানান। এর আগে এ নিয়ে মিছিলও করেন এবং হুঁশিয়ারি দেন, এসব হেনস্থা তিনি মেনে নেবেন না।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন