কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে দুই দশকের বেশি সময় আগে অশালীন চিঠি পাঠানোর অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চিঠিতে ট্রাম্প এক নগ্ন নারীর ছবি এঁকেছিলেন বলে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়। এর মধ্যেই ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি জীবনে কখনো ছবি আঁকিনি, নারীর ছবি তো নয়ই। আর চিঠির কথাগুলো আমার ভাষা নয়, আমার শব্দ নয়।’
সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে শুক্রবার এসব তথ্য জানানো হয়।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এপস্টিনের সাবেক সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল তার জন্মদিন উপলক্ষে একটি অ্যালবাম তৈরির জন্য ট্রাম্পসহ আরও কয়েকজন পরিচিত ব্যক্তিকে চিঠি লেখার অনুরোধ জানান। এর মধ্যে ট্রাম্পের চিঠিতে এক নগ্ন নারীর ছবি আঁকার পাশাপাশি তার স্বাক্ষরও ছিল।
পরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, তিনি ওয়াল স্ট্রিট জার্নাল, এর মূল প্রতিষ্ঠান নিউজ করপোরেশন এবং এর প্রধান রুপার্ট মারডকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।
ট্রাম্প লেখেন, ‘ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মারডককে সরাসরি সতর্ক করা হয়েছিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে প্রকাশিত তথাকথিত চিঠিটি সম্পূর্ণ ভুয়া, এবং এটি প্রকাশ করা হলে তাদের বিরুদ্ধে মামলা হবে। মারডক বলেছিলেন তিনি বিষয়টি দেখবেন, কিন্তু তার সে ক্ষমতা ছিল না।’
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই প্রতিবেদনকে ‘সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন। তিনি লেখেন, ‘চিঠিটি কোথায়? অবাক হওয়ার কিছু নয় যে প্রকাশের আগে তারা এটি আমাদের দেখায়নি। কেউ কি সত্যিই বিশ্বাস করে এটা ট্রাম্পের লেখা হতে পারে?’
এই প্রতিবেদন নিয়ে বিতর্কের মধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে বিষয়টি আদালতে নেওয়ার ঘোষণা আরও উত্তাপ ছড়িয়েছে মার্কিন রাজনৈতিক অঙ্গনে।
আপনার মতামত লিখুন :