সংস্কার জনগণের সম্মতি নিয়ে করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও শহীদি মার্চ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, ‘দেশে ক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ আহরণের যে ব্যবস্থা, যে ক্ষমতা ব্যবস্থাকে বদল করতে হবে। আর সেটাই হলো নতুন বন্দোবস্ত। আমরা বলেছি, নতুন বন্দোবস্ত মানে সংস্কার করতে হবে। সেই সংস্কার জনগণের সম্মতি নিয়ে করতে হবে।’
তিনি বলেন, ‘অভ্যুত্থানের পরও আমরা দেখছি ক্ষমতা ব্যবহার করে নানানজন দখল করে ধনসম্পদ আহরণ করছে। জুলাই পরিষ্কার করে বলছে এই দেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার দেশ।’
ঐকমত্য রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার এখনো আইনশৃঙ্খলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে পারেনি। যার কারণে মিটফোর্ডের সামনে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। তারপরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ওইভাবে হামলা করা হয়েছে। বহিঃশক্তি পতিত ফ্যাসিস্টদের উসকানি দিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে, আমাদের মোকাবিলা করতে হবে। এর জন্য জুলাইয়ের আকাঙ্ক্ষায় আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করতে হবে।’
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খাঁন, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মুনা, সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, ফতুল্লা থানার যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন প্রমুখ।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন