নারায়ণগঞ্জকে আর কোনো পরিবার কিংবা গডফাদারের কাছে বর্গা দিতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় পথসভায় তিনি এ মন্তব্য করেন। এর আগে শহরের নিতাইগঞ্জ থেকে নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা শুরু করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয়নি। এখনো মাফিয়াতন্ত্র ও গডফাদারতন্ত্রের মাধ্যমে একটি পরিবার নারায়ণগঞ্জকে নিয়ন্ত্রণ করছে। নারায়ণগঞ্জের সিস্টেমেই দেশ চলেছে। বাংলাদেশ যে সিস্টেমে চলছে সেই সিস্টেম ভেঙে ফেলতে হবে।’
নাহিদ বলেন, ‘এনসিপি নেত্রীদের বাসায় বাসায় গিয়ে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। কিন্তু আমরা ভয় পাই না। ভয় দেখিয়ে লাভ নেই। আমরা কি কখনো ভয় পেয়েছি? পাইনি কিন্তু। নারায়ণগঞ্জের মাফিয়াতন্ত্র ও গডফাদারতন্ত্র ভেঙে দিতে হবে, জনতার নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে।’
নারায়ণগঞ্জকে শ্রম-শিল্প-শ্রমের নগরী উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেখেছি গণঅভ্যুত্থানে কীভাবে নারায়ণগঞ্জবাসী প্রতিরোধ গড়ে তুলেছিল। ফলে নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ঢাকার প্রবেশপথে কোনো ফ্যাসিস্ট সেদিন ঢুকতে পারেনি। নারায়ণগঞ্জবাসী সেদিন বুকের রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং ঢাকাবাসীর জীবন বাঁচিয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারী প্রমুখ।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন