ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত তথ্য চুরির নতুন কৌশল নিয়ে সতর্ক করেছে সাইবার নিরাপত্তা সংস্থাগুলো। এটি পরিচিত ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং প্রতারণা’ নামে। সরল এই কৌশলেই প্রতারকেরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ব্যাংক এক্সেস এবং অন্যান্য সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছে।
প্রতারণার পদ্ধতি
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, প্রতারকরা ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে নিজেদের ব্যাংক বা পরিচিত আর্থিক প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিচয় দেন। তারা “জরুরি সমস্যা” দেখিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করার অনুরোধ করেন।
একবার স্ক্রিন-শেয়ারিং শুরু হলে প্রতারকেরা ব্যবহারকারীর ফোনের সব তথ্য দেখতে পায় ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, ব্যক্তিগত বার্তা এবং ওটিপি। কিছু ক্ষেত্রে তারা ফোনে কি-লগার জাতীয় ম্যালওয়্যার ইনস্টল করে, যা টাইপ করা প্রতিটি অক্ষর রেকর্ড করে এবং পাসওয়ার্ডসহ অন্যান্য তথ্য চুরি করতে সাহায্য করে।
কেন মানুষ প্রতারণার শিকার হচ্ছে
প্রতারকরা মানুষের বিশ্বাস ও তাড়াহুড়ো করার প্রবণতাকে কাজে লাগায়। তারা সমস্যাটিকে জরুরি দেখিয়ে দ্রুত স্ক্রিন শেয়ার করানোর চেষ্টা করে। অনেক ব্যবহারকারী চিন্তা করার আগেই স্ক্রিন শেয়ার করে ফেলে, যেখান থেকেই বিপদ শুরু হয়।
প্রতারণা থেকে বাঁচার উপায়, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচয়ে কল করলে পরিচয় যাচাই করুন। হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার শুধুমাত্র বিশ্বাসযোগ্য ব্যক্তির সঙ্গে করুন।অজানা সূত্র থেকে অ্যাপ ইনস্টল করা বন্ধ রাখুন। আর্থিক অ্যাপ ব্যবহারকালে স্ক্রিন শেয়ার করবেন না। অপরিচিত নম্বর থেকে কল এলে সতর্ক থাকুন। দ্রুত সিদ্ধান্তে স্ক্রিনে চাপ এড়িয়ে চলুন। সন্দেহজনক নম্বর বা বার্তা রিপোর্ট করুন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই প্রতারণার মূল অস্ত্র হলো প্রযুক্তির প্রতি মানুষের অন্ধবিশ্বাস। তাই সচেতনতা হলো একমাত্র প্রতিকার।
৪৪ হাজার অভিযোগের তথ্য
সংযুক্ত আরব আমিরাতের সাইবার নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, ‘একটি হঠাৎ হোয়াটসঅ্যাপ কলও বড় ধরনের প্রতারণার কারণ হতে পারে। বন্ধুসুলভ বার্তা দিয়ে ব্যবহারকারীকে ফাঁদে ফেলা হয়।’
আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, স্ক্রিন-শেয়ার ফিচার চালু হওয়ার প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) এই ধরনের প্রতারণার অভিযোগ প্রায় ৪৪ হাজার এসেছে। সাধারণত এগুলো শুরু হয় ‘লাভজনক বিনিয়োগ প্রস্তাব’ বা ‘ভুয়া চাকরির অফার’ দিয়ে।
এই স্ক্যামের ফলে কল চলাকালীন বার্তা, নোটিফিকেশনসহ আপনার স্ক্রিনের সবকিছু প্রতারকেরা দেখতে পায় এবং ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম হয়।
তথ্যসূত্র: গালফ নিউজ
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন