বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় খ্যাত সাকিব আল হাসান চিরচেনা ২২ গজে নেই অনেকদিন হয়ে গেলো। নভেম্বরের পর অবশেষে ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। তবে খেলতে হলে লাগবে বিসিবির অনুমতি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স তাকে দলে নিয়েছে। রিশাদ হোসেনের দলের হয়ে মাঠে নামবেন তিনি। দুবাইয়ে অনুশীলন করার সময় থেকেই সাকিবের প্রত্যাবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জন সত্যি করে পিএসএলে খেলার সুযোগ পেলেন তিনি।
এর আগেও পিএসএলে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে খেলেছেন সাকিব। ১৪ ম্যাচে ১৮১ রান ও ৮ উইকেট নিয়েছেন তিনি। এবার শাহিন আফ্রিদির দল লাহোর কালান্দার্স তাকে দলে নিতে যোগাযোগ করে এবং সাকিবও রাজি হন।
তবে পিএসএলে খেলতে হলে বিসিবির অনাপত্তিপত্র প্রয়োজন। এখনও পর্যন্ত সাকিব অনাপত্তিপত্রের জন্য আবেদন করেননি। বিসিবি অনুমতি দিলে শনিবার লাহোরের জার্সিতে মাঠে নামতে পারেন তিনি।
গত ৮ মে ভারত-পাকিস্তানের উত্তেজনার মাঝে পিএসএল স্থগিত হয়। স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার কারণে খেলা বন্ধ হয়ে যায়। তবে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় শনিবার থেকে ফের শুরু হচ্ছে পিএসএল।
বিদেশি ক্রিকেটারদের আস্থা হারানোর কারণে দলগুলো বিকল্প খেলোয়াড়দের নিয়ে খেলছে। এই সুযোগে দলে ডাক পেয়েছেন সাকিব। লিগ পর্ব ও প্লে অফ মিলিয়ে আরও ৮টি ম্যাচ বাকি রয়েছে।
আপনার মতামত লিখুন :