আইপিএলের নিলামে দল খুঁজে না পেলেও আসরের মাঝপথে ৬ কোটি রুপি খরচ করে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে মোস্তাফিজকে দলে নেওয়ার তথ্য জানিয়েছে দিল্লির এই ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে মোস্তাফিজের মূল্য দেখানো হয়েছে ৬ কোটি রুপি।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখন মোস্তাফিজ সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার।
এর আগে এত দাম দিয়ে বাংলাদেশি খেলোয়াড়দের দলে ভেড়ায়নি আইপিএলের কোনো দল। সর্বশেষ ২০০৯ সালে মাশরাফি বিন মর্তুজাকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল ৬ লাখ ডলার বা চার কোটি বাংলাদেশি টাকায়।
পাক-ভারত সংঘাতের কারণে এবার বন্ধ হতে বসেছিল আইপিএল। আতঙ্কে বিদেশি ক্রিকেটাররাও ছেড়ে যান ভারত। এখন শঙ্কা কমে যাওয়ায় আবারও বসছে ক্রিকেটের বাকি থাকা আসর।
শনিবার (১৭ মে) থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ। তবে দেখা যাবে না অনেক বিদেশি ক্রিকেটারকে।
আপনার মতামত লিখুন :