যুদ্ধবিরতি চলমান থাকলেও ভারত শিগগিরই আরেকটি দুঃসাহসিক অভিযান চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ।
ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কোনো উসকানি এলে পাকিস্তান তার কঠোর জবাব দেবে।
বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা। বাড়তি চাপ ও জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে তিনি হতাশা থেকে বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারেন।’
তিনি আরও বলেন, ‘মোদি যদি এমন কিছু করেন, তাহলে পাকিস্তান দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে এবং এতে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা যাবে।’
আসিফ বলেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে এমনকি ভারতের মিত্ররাও মোদির পাশে না-ও দাঁড়াতে পারেন।
পাকিস্তান কারো চাপের মুখে যুদ্ধবিরতিতে রাজি হয়নি। বরং যুক্তরাষ্ট্রসহ বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সংঘাতে আমাদের জয় বহুমাত্রিক। প্রথমবারের মতো সাইবার যুদ্ধে ভারতীয় ডিজিটাল কাঠামো ভেঙে দেওয়া সম্ভব হয়েছে।’
আপনার মতামত লিখুন :