ঢাকা: ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এবং সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোস্তাকীম বিল্লাহ ফারুকীকে আসামি করে ময়মনসিংহ আদালতে মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নেতা খালেদুজ্জামান পারভেজ বাদী হয়ে ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে এই মামলা দায়ের করেন।
জেলা আইনজীবী সমিতির বর্তমান অডিটর অ্যাডভোকেট কামরুল হাসান কিরন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে ন্যাপের কুঁড়েঘর প্রতীকে প্রার্থী হন বাদী খালেদুজ্জামান পারভেজ। তার বিপরীতে এই আসনে মহাজোটের একক প্রার্থী ছিলেন রওশন এরশাদ। এ ঘটনায় ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাতে সাদা পোশাকের একদল অজ্ঞাত লোক জোরপূর্বক মামলার বাদীকে তুলে নিয়ে আসামিদের প্রত্যক্ষ মদদ ও সহযোগিতায় মৃত্যুর ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করায়। এতে বাদীর অপূরণীয় ক্ষতি হয়েছে।
মামলার বাদী খালেদুজ্জামান পারভেজ বলেন, ন্যায়বিচারের আশায় রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় আমি এই মামলাটি দায়ের করেছি।
মামলার শুনানিতে বাদীরপক্ষে অ্যাডভোকেট রিয়াদ মো. সাঈদ, মো. বিল্লাল হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন