ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

আজই মুক্তি পাচ্ছেন জামায়াত নেতা এটিএম আজহার

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৯:২৭ এএম
জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ কর্তৃক খালাসের রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) পাঠানো হচ্ছে। 

বুধবার (২৮ মে) সকালেই প্রিজন সেল থেকে মুক্তি পাচ্ছেন তিনি।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির জানান, ‘ইতোমধ্যে আজহারুল ইসলামের খালাসের কাগজপত্র যাচাই-বাছাই করে কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে সব প্রক্রিয়া সম্পন্ন করে মুক্তি দেওয়া হবে তাকে।’

অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন।

দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৯টায় মুক্তির আনন্দে এটিএম আজহারুল ইসলামকে বুধবার (২৮ মে) আন্তরিক শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাবে দলটি।