জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সকাল ৯ টায় হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে তিনি বলেছেন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন।
বুধবার সকাল ৯ টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) প্রিজন সেল থেকে মুক্তি পাওয়ার পর এ কথা বলেন তিনি।
আজহারুল ইসলাম আরও বলেন, জনগণের যেন ভোগান্তি না হয় তাই রাস্তা আটকে সমাবেশ আয়োজন করা হয়েছে এখানে। তবে এখন আর কথা বলবো না আমি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনার সঙ্গে বারবার দেখা হবে, বারবার কথা হবে।
এর আগে সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
আজহারুল ইসলামের মুক্তির আগে তাকে খালাস দিয়ে আপিল বিভাগের রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। সেখানে কাগজপত্র যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ আজহারুল ইসলামের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে।