ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

হত্যাচেষ্টা মামলায় জামিননামা দাখিল করলেন অপু বিশ্বাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৫:৫৫ পিএম
চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি- সংগৃহীত

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামিননামা দাখিল করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিননামা জমা দেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় আগে থেকেই উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন অপু বিশ্বাস। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে গিয়ে তিনি হাইকোর্টের আদেশ অনুযায়ী জামিননামা দাখিল করেন।

অপু বিশ্বাস এদিন মুখে মাস্ক ও কালো বোরকা পরে আদালতে হাজির হন। এরপর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে তার পক্ষে আইনজীবীর মাধ্যমে জামিননামা জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমএম আদালতের জুডিশিয়াল পেশকার ওমর ফারুক চৌধুরী।

অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ভাটারা থানার একটি হত্যা প্রচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন অপু বিশ্বাস। সেই জামিনের শর্ত পূরণে আজ তিনি বিচারিক আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। খুব শিগগির তিনি আত্মসমর্পণ করে জামিন চাইবেন।

উল্লেখ্য, একই মামলায় গত ১৮ মে গ্রেপ্তার হয়েছিলেন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার গ্রেপ্তার দেশব্যাপী আলোড়ন তোলে। পরে ২০ মে আদালত তাকে জামিন দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ১৭ জন শিল্পী ও অভিনেতাসহ মোট ৩০০ জনকে আসামি করা হয়েছে।

চিত্রনায়িকা অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ উল্লেখযোগ্য তারকাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তারা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষমতাসীন দলের অর্থায়নে সহায়তা করেছেন। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ২৮৩ সদস্যের নামও এজাহারে যুক্ত রয়েছে।

এই মামলাকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে দেশের সংস্কৃতি ও বিচার ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।