জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার (৩ আগস্ট) প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।
এ উপলক্ষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী।
শাহবাগ থানার ওসি সাংবাদিকদের জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয়সংখ্যক পুলিশ মোতায়েন করেছি।
ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে সভাপতিত্ব করছেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, আজকের বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
এ ছাড়া আজকের দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) পূর্বঘোষিত সমাবেশ ঘিরেও রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
সব মিলিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে আজ কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে।