ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন নামঞ্জুর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৫:৫৩ পিএম
আব্দুল লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্না। ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

সন্ত্রাস বিরোধ আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।

আসামিদের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখীসহ অনেকেই তাদের জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এ জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

মামলার বিবরণী অনুযায়ী, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। গত ২৮ আগস্ট সকাল ১০টায় সংগঠনটির উদ্যোগে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হলে কিছু ব্যক্তি সভাস্থলে প্রবেশ করেন। তারা অনেক অতিথিদের বের করে দিলেও আব্দুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান ও সাংবাদিক পান্নাকে অবরুদ্ধ করে রাখেন।

পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই আমিরুল ইসলাম। পরবর্তী সময়ে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।