আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঋণখেলাপি প্রতিষ্ঠান মেসার্স সাসকো টেক্স (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিয়ার রহমান দিপু ও তার স্ত্রী প্রতিষ্ঠানের পরিচালক পাপিয়া রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুর পল্লবী ডিওএইচএস এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরে গতকাল রোববার দিপু-পাপিয়া দম্পতিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাসকো টেক্স (বিডি) লিমিটেডের বিরুদ্ধে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখায় প্রায় ১৬৪ কোটি টাকার অবলোপনকৃত ঋণখেলাপি হওয়ার অভিযোগ রয়েছে।
ব্যাংকের করা ১০টি মামলার মধ্যে ৮টি ফৌজদারি মামলায় আদালত দিপু-পাপিয়া দম্পতির প্রত্যেককে ১ বছর করে মোট ৮ বছরের কারাদণ্ড দেন। বাকি ২ মামলায় ৩ মাস করে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে তাদের মোট সাজার মেয়াদ দাঁড়ায় ৮ বছর ৬ মাস।
এ ছাড়া চেকসংক্রান্ত মামলায় তাদের চেকের মূল্যের সমপরিমাণ ৮০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার তাঁদের গ্রেপ্তার করে বনানী থানা–পুলিশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন