ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

বিচারপতি মানিককে আটক করেছে বিজিবি

নিউজ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ১১:৪৭ পিএম
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা: পালিয়ে ভারতে যাওয়ার সময় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, আজ শুক্রবার সিলেটের জকিগঞ্জ সীমান্তে ১১টা ২০ মিনিটে তাকে আটক করা হয়। স্থানীয় জনগণ তাকে ধরে বিজিবির কাছে সোপর্দ করে। পরে তাকে সিলেট বিজিবির সেক্টর সদরে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।