ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই আগামী ফেব্রুয়ারি মাসে আয়োজন করা হবে অমর একুশে বইমেলা। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলা একাডেমি বইমেলার সময়সূচি প্রকাশ করবে।
রোববার (২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার পরই বইমেলার তারিখ চূড়ান্ত করা হবে।
জানা গেছে, বৈঠকে বইমেলা আয়োজনে সম্ভাব্য কয়েকটি সময়ের প্রস্তাব উপস্থাপন করা হয়। এ প্রস্তাবগুলো রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শ অনুযায়ী পর্যালোচনা করা হয়। তাতেও নির্বাচনের পরপরই ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন করা সবচেয়ে বাস্তবসম্মত ও সুবিধাজনক সময় হিসেবে গৃহীত হয়েছে।
প্রসঙ্গত, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সরকারের পক্ষ থেকে কয়েক দফা এ সিদ্ধান্ত জানানো হয়। সেই হিসাবে তফসিল ঘোষণা করার কথা ডিসেম্বরের প্রথমার্ধে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন হলে ফেব্রুয়ারিতেই বইমেলা শুরু করার জানায় বাংলা একাডেমি। পরে এই সিদ্ধান্ত স্থগিত করা হয়।


