ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

৯০ শতাংশ সংস্কারের সঙ্গে বিএনপি একমত: প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০১:৪০ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘কমিশনের প্রস্তাবিত ৯০ শতাংশ সংস্কারের সঙ্গে বিএনপি একমত হয়েছে।’ 

তিনি দাবি করেন, বিএনপি গণতন্ত্র ও জাতীয় ঐক্যের স্বার্থে বারবার ছাড় দিলেও একটি মহল ভুলভাবে প্রচার করছে যে, বিএনপির অনীহার কারণেই সংস্কার প্রক্রিয়া এগোচ্ছে না। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

শুক্রবার (৪ জুলাই) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের নলুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হবে।’ এ লক্ষ্যে নেতা-কর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও জনকল্যাণমুখী প্রতিশ্রুতিসমূহ ভালোভাবে জেনে তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে দলের প্রতি আহ্বান জানান।

প্রিন্স বলেন, ‘লন্ডনে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে রমজানের আগেই নির্বাচনের বিষয়ে ঐকমত্য হয়েছিল। এখন নতুন নতুন ইস্যু তুলে জটিলতা সৃষ্টি করে ফেব্রুয়ারির নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চলছে।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মেনে নেবে না। অতিদ্রুত নির্বাচনের বিকল্প নেই। বিলম্ব হলে ফ্যাসিস্ট আওয়ামী গোষ্ঠীই লাভবান হবে।’

তিনি আরও বলেন, ‘একটি মহল গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছে। ফ্যাসিবাদের পতনের এক বছর যেতে না যেতেই অভ্যুত্থানের শরিকদের মধ্যে অনৈক্য সৃষ্টির চক্রান্ত চলছে।” এসব পরিস্থিতিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন তিনি।

বিএনপির রূপকল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের পর জনগণের রায়ে সরকার গঠন করলে কী করবে, তা ইতোমধ্যেই জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর এমন কোনো রূপরেখা নেই। তারা ব্যস্ত বিএনপি সম্পর্কে অপপ্রচার চালাতে এবং নির্বাচন পিছিয়ে দিতে।’

দলীয় সদস্য সংগ্রহ কার্যক্রমে সতর্কতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সমাজবিরোধী, চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ এবং আওয়ামী দোসররা যাতে দলে প্রবেশ করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’

কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সায়েদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, মিজানুর রহমান, শফিকুর রহমান, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় নেতা-কর্মীরা।