বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০১:৫৬ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে সীমান্তে হত্যা বন্ধে আলোচনা হবে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০১:৫৬ পিএম

ভারতের সঙ্গে সীমান্তে হত্যা বন্ধে আলোচনা হবে

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে অতীতে বর্ডার সংক্রান্ত চারটি চুক্তি এবং রেললাইনসহ আরও কিছু অসম চুক্তি হয়েছে। এসব চুক্তি বাতিল করার জন্য বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের আলোচনায় গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনা সংক্রান্ত প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এসব কথা বলেন। আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, তা ঠিক করতেই এই সভা আয়োজন করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা বন্ধ করাই আলোচনার মূল উদ্দেশ্য হবে। পাশাপাশি, ভারতীয় নাগরিকরা যেন সীমানা অতিক্রম না করতে পারে এবং সীমান্তে ১৫০ কিলোমিটার এলাকার মধ্যে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হবে, এই বিষয়েও আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে যে অভিন্ন নদী রয়েছে, সেগুলোর সুষম বণ্টন নিয়ে আলোচনা হবে। এছাড়া ভারতীয় গণমাধ্যম যাতে মিথ্যা খবর প্রচার না করে, সেই বিষয়টিও আলোচনায় উঠবে।

সভা শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বাংলাদেশের স্বার্থে ভারতকে কোনও ছাড় দেওয়া হবে না। তিনি জানান, বর্ডার কিলিংসহ অন্যান্য বিষয় নিয়ে সীমান্তে অস্থিরতা সৃষ্টি এবং ১৫০ কিলোমিটারের মধ্যে কাঁটাতারের বেড়া না দেওয়ার বিষয়টি বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের আলোচনায় অগ্রাধিকার পাবে।

আরবি/এফআই

Link copied!