বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৯:৩৫ পিএম

কলমের খোঁচায় চুরি বন্ধ করুন: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৯:৩৫ পিএম

কলমের খোঁচায় চুরি বন্ধ করুন: ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দুর্নীতি বন্ধে কলমের খোঁচায় কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঘুষের নতুন নাম ‘স্পিড মানি’ হলেও হারাম উপার্জনকারী কেউ জান্নাতে যেতে পারবে না। দুর্নীতির বিরুদ্ধে ড. খালিদ হোসেন বলেন, যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, তাদের বিচার হওয়া উচিত।

রোববার (২ মার্চ) মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। রমজানের তাৎপর্য, নৈতিকতা এবং অর্থনৈতিক স্বচ্ছতার প্রয়োজনীয়তা নিয়ে তিনি তার বক্তব্য রাখেন।

ড. খালিদ হোসেন বলেন, রমজান আত্মশুদ্ধির মাস, যেখানে ধৈর্য, সংযম এবং সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি উদাহরণ হিসেবে ইউরোপের কাঠবিড়ালীর চার মাস উপবাস থাকার ক্ষমতা এবং রেড স্যামন মাছের দীর্ঘ যাত্রার কথা উল্লেখ করে রমজানকে আত্মশুদ্ধির বার্তা হিসেবে উপস্থাপন করেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, "কলমের খোঁচায় চুরি বন্ধ করুন," এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে সততা ও ন্যায়বিচারের প্রতি অবিচল থাকার আহ্বান জানান।

তিনি বৈধভাবে উপার্জনের গুরুত্ব তুলে ধরে বলেন, "অবৈধ সম্পদ রেখে কোনো লাভ নেই। তা সরকারের ফান্ডে জমা দিয়ে দিন, আর তা না হলে কোনো মাফ নেই।"

অবশেষে, মানসিকতার পরিবর্তন এবং সরকারি দপ্তরগুলোর দ্রুত ফাইল নিষ্পত্তির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "চুরি করে ঘি খাওয়ার চেয়ে পরিশ্রম করে ডাল-ভাত খাওয়া অনেক ভালো।"

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নির্বাহী পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও ন্যায়বিচারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আরবি/একে

Link copied!