বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। এই বাস্তবতা মাথায় রেখে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মশক নিধন কার্যক্রম আরও জোরদার করতে এবার এ কার্যক্রমে যুক্ত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে নগর ভবনে ঢাকা উত্তর সিটির বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
আলোচনা হয় ডেঙ্গু মোকাবিলায় করণীয় নানা দিক নিয়ে। নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি মাথায় রেখে ডিএনসিসি কাজ করছে বলে জানানো হয়।
এ সময় এবারের ডেঙ্গু মোকাবিলায় মশার ওষুধ ছিটানো থেকে শুরু করে এই কাজের মনিটরিংয়ের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে বলে জানান এই সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। সঙ্গে আগাম প্রস্তুতি হিসেবে সরকারি হোক কিংবা বেসরকারি প্রতিটি হাসপাতালে আলাদা ডেঙ্গু ইউনিট রাখার নির্দেশনাও দেওয়ার কথা জানান তিনি।
মোহাম্মদ এজাজ বলেন, ‘মশকনিধনের ওষুধ ছিটানোর মতো কাজ এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনী করবে। মশার ট্র্যাপ স্থাপন করা হবে প্রায় এক হাজার। প্রতিটি হাসপাতালে একটি আলাদা ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট স্থাপনে আমরা কাজ করব। প্রাইভেট হাসপাতালেও এটি করা হবে।’
তিনি আরও জানান, ‘এ বছর সিটি করপোরেশনের উদ্যোগে ঢাকা উত্তরের ৫৪টি ওয়ার্ডে ডেঙ্গু পরীক্ষা করা যাবে একবারে বিনা মূল্যে। সঙ্গে নাগরিক সচেতনতা বাড়াতে আর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুরু হচ্ছে নিয়মিত মোবাইল কোর্ট।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন