ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

পদ্মার ২৮ কেজির কাতল অর্ধলাখ টাকায় বিক্রি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৫, ১২:২৪ পিএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২৮ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি অর্ধলাখ টাকায় বিক্রি হয়।

শনিবার (৩ মে) সকালে পদ্মা নদীতে জামাল প্রামাণিক নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। 

স্থানীয় মৎস্যজীবীরা বলেন, জেলে জামাল প্রামাণিক ভোরে তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। সেখানে বিশাল একটি কাতল মাছ ধরা পড়ে। এরপর তারা মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে আসে। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটসংলগ্ন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, ‘সকালে জামাল প্রামাণিক ২৮ কেজি ওজনের একটি তাজা কাতল মাছ বিক্রির জন্য মোমিন মন্ডলের আড়তে নিয়ে আসে। এ সময় উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫০ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেই। এখন মাছটি বিক্রির জন্য মোবাইলে বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করব। কেজি প্রতি ১০০ টাকা লাভ রেখে ছেড়ে দেব।’

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘পদ্মায় এখন পানি কম। এ কারণে জেলেদের জালে প্রতিনিয়ত বড় আকৃতির মাছ ধরা পড়ছে। মাছগুলো বিক্রি করে তারা লাভবান হচ্ছেন।’