দেশে আলোচিত অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, তার পরিবার এবং ঘনিষ্ঠদের মালিকানাধীন ৯৪টি কোম্পানির শেয়ার ও ১০৭টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে শেয়ার কারসাজি, প্রতারণা, অবৈধ প্রভাব খাটিয়ে ব্যাংক ঋণ গ্রহণ ও অর্থপাচারের মাধ্যমে আনুমানিক ৩৬ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে।
ফ্রিজ হওয়া ১০৭টি বিও হিসাবের মধ্যে ২৮টি রয়েছে সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানির নামে এবং বাকি ৭৯টি তার ব্যক্তিগত নামে।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে এসব শেয়ার ও হিসাব ফ্রিজ করার আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক বলছে, অভিযুক্তরা শেয়ার ও বিও হিসাব হস্তান্তরের চেষ্টা করছেন। এটি সফল হলে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তাই ন্যায়বিচার নিশ্চিত করতে এই সম্পদসমূহ ফ্রিজ করা জরুরি বলে তারা মনে করছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন