প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ বা সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান।
নির্বাচন কমিশনার বলেন, ‘সাক্ষাৎটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক। কোনো নির্দিষ্ট এজেন্ডা নিয়ে আমরা আলোচনায় যাইনি। তবে কথা প্রসঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। উনি জানতে চেয়েছেন আমরা ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচনের জন্য প্রস্তুত কিনা। আমি তাকে জানিয়েছি, আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি, যাতে সরকার যখন নির্বাচন চায়, তখনই আয়োজন করতে পারি।’
এর আগে গত ২৬ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়বস্তু প্রকাশের দাবি জানায় বিভিন্ন রাজনৈতিক দল।
এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘দলীয় সরকার থাকলে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারপ্রধানের এভাবে সাক্ষাৎ হয় না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন- আমি যেমন নিরপেক্ষ, তিনিও তেমন নিরপেক্ষ।’
নির্বাচনের তারিখ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। সময়মতো নির্বাচন কমিশন থেকেই তা জানানো হবে। এখনই কিছু বলার সময় নয়, একটু অপেক্ষা করতে হবে।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমাদের পুরো প্রস্তুতি এখন জাতীয় নির্বাচন ঘিরে। প্রধান উপদেষ্টাও জাতীয় নির্বাচন নিয়েই কথা বলেছেন।’
নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি নিয়ে তিনি বলেন, ‘আমরা উড়ে এসে জুড়ে বসিনি। আমরা অগাস্ট বিপ্লবের পরের ফসল। কোনো ফ্যাসিস্ট রেজিম আমাদের নিয়োগ দেয়নি। আমরা সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের কয়েক মাস আগে সাধারণত তফসিল ঘোষণা করা হয়, তাই সময় হলে সব জানিয়ে দেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :