জুলাই সনদের দাবিতে শাহবাগ থেকে ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ। তবে কাকরাইল মোড়ে গিয়ে পুলিশের বাধার মুখে পদযাত্রা থেমে যায়। মঙ্গলবার (১ জুলাই) বিকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। এতে নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
পদযাত্রা শেষে হাদি বলেন, ‘সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে ৩১ জুলাইয়ের মধ্যে যেকোনো উপায়ে ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই কারও একার সম্পদ নয়। তাই এনসিপিকে অনুরোধ করব, শুদ্ধি পাঠের নামে একতরফা সিদ্ধান্ত না নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে সরকারকে সনদ ঘোষণায় বাধ্য করুন।’
এ সময় দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে জুলাই মাসজুড়ে এই গণসংযোগ কর্মসূচি চালানোর ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।
শরিফ ওসমান হাদি বলেন, ‘৩১ জুলাইয়ের মধ্যে যদি সরকার ‘জুলাই সনদ’ ঘোষণা না করে তাহলে আগস্টের ৩ তারিখে আমরা কাফনের কাপড় পরে ‘কফিন মার্চ’ করব।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন