ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

ফের শাহবাগ ব্লকেড

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৯:৫৮ এএম
শাহবাগ ব্লকেড।ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসাসহ ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেড করেছেন জুলাই গনঅভ্যুত্থানের আহতরা। 

রোববার (১১ মে) সকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন তারা।

আহত অংশগ্রহণকারীরা বলেন, আমরা ‘জুলাই সনদ’কে হারিয়ে যেতে দিতে চাই না। আমাদের জীবন থাকতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পুনর্বাসন কোনভাবেই মেনে নেব  না।

তারা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধের নামে নাটক নয়, আইনের প্রয়োগ খাটিয়ে দলটিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।’  আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া আমরা রাজপথ ছাড়ব না।

তারা দাবি করেন, রাজপথে অবস্থানকালেই ‘জুলাই সনদ’ঘোষণা করতে হবে। আহতদের চিকিৎসা নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা আসা জরুরি বলেও জানান তারা। 

এর আগে, শনিবার (১০ মে) ছাত্র-জনতার দীর্ঘদিনের আন্দোলনের পর আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।