ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

নতুন সংবিধান প্রণয়নে অনেক সময় লাগবে: আসিফ নজরুল

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০১:১৪ পিএম
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে। তাই এখনকার প্রয়োজন অনুযায়ী ৭২-এর সংবিধানের ফান্ডামেন্টালস ধরে রেখে কাজ করা উচিত।

রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা সভায় এসব কথা  বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, সংবিধান নিয়ে গঠিত খসড়ায় ‘জুলাই সনদ’-কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে উচ্চকক্ষের ক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন নতুন কমিশনের প্রস্তাব, এবং প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা নির্ধারণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

আইন উপদেষ্টা বলেন, সব উত্তর সংবিধানে থাকে না। সুশাসনের জন্য ছোট ছোট আইনেরও প্রয়োজন রয়েছে।