স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রজ্ঞাপনে যে ধরনের নির্দেশনা আছে, আমরা সেভাবেই কাজ করব। এ বিষয়ে সেদিন (শনিবার) বিস্তারিত বলে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন যেটা হয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের।
আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তারা রাতে মিছিল করছে- এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আপনারা যদি আমাদের আগে জানিয়ে দিতে পারেন, তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারব। আর গোয়েন্দা সংস্থার মাধ্যমে যদি আমরা জানতে পারি তাহলেও আমরা ব্যবস্থা নেব।
এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সোমবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ এবং এর সংশ্লিষ্ট সংগঠনগুলো বিরোধীদল ও ভিন্নমতাবলম্বীদের ওপর সহিংসতা, গুম, খুন, ধর্ষণ ও নির্যাতন চালিয়ে সারা দেশে সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশেষ করে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দমনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে।
আপনার মতামত লিখুন :