ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন অধস্তন আদালতের ৩ বিচারক

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৫:৫৯ পিএম
সেনানিবাসে আশ্রয় নেয়া ৩ বিচারক। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে আশ্রয় নেওয়াদের একটি তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেখানে অধস্তন আদালতের তিন বিচারকসহ আশ্রয় নেওয়া ৫৭৮ জনের নাম পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২২ মে) ওই তালিকা প্রকাশ করে আইএসপিআর।

প্রকাশিত তালিকায় দেখা যায়, ময়মনসিংহের সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী মিজানুর রহমান ও বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আল আমিন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ।

আইএসপিআর জানায়, রাজনৈতিক অস্থিরতার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন।

এদের মধ্যে ছিলেন ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১২ জন কর্মকর্তা, ৫১ জন পরিবার-পরিজন (স্ত্রী ও শিশু)।

তবে ৬২৬ জনের কথা বলা হলেও ৫৭৮ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।