ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫

অধ্যাদেশ প্রত্যাহার না হলে কাজে ফিরবে না সচিবালয়ে কর্মরতরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০১:২০ পিএম
সমাবেশে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি- সংগৃহীত

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেছেন, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫  এর খসড়া প্রত্যাহার না হওয়া পর্যন্ত সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরবে না।

রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে সচিবালয়ে ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় বিক্ষোভ করার সময় এ ঘোষণা দেন তিনি।

কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে সচিবালয় অচল করাসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গেল ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে বিষয়টি পর্যালোচনার জন্য চার উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু ‘নিবর্তনমূলক ধারা’ সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি করা হয়। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে বলে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে জানানো হচ্ছে।