ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

জুলাই আন্দোলন দমাতে ছোড়া হয় ৩ লাখ রাউন্ড গুলি 

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৫:৪৭ পিএম
দেশের বিভিন্ন স্থানে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী। ছবি- সংগৃহীত

জুলাই আন্দোলন দমন করতে দেশের বিভিন্ন স্থানে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । এর মধ্যে শুধু রাজধানী ঢাকায় ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা গুলি। 

মঙ্গলবার (১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত এক শুনানিতে এ তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

সকাল সাড়ে ১১টার পর শুরু হওয়া শুনানিতে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর।

শুনানিতে তাজুল ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা বুলেট।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা, কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়।’

এদিকে, পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমীর হোসেন বলছেন, নির্দোষ প্রমাণ করে নজির গড়তে চান তিনি।

অন্যদিকে আদালতে উপস্থিত ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে তার পক্ষের আইনজীবী জানান, মামলার এই পর্যায়ে তিনি কোনো বক্তব্য দেবেন না।

আগামী ৭ জুলাই (সোমবার) মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।