ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

দেশের ইতিহাসে ২০১৩ সালে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছিল ‘শাহবাগে’

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৪:১৬ এএম
প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছে ২০১৩ সালে শাহবাগে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘তখন অনেক মানুষ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক একত্রিত হয়ে সরকারকে আইন পরিবর্তনে বাধ্য করেছিল, এমনকি বিচার বিভাগকে রায় পরিবর্তন করতেও বাধ্য করা হয়।’ৎ

তিনি আরও বলেন, “মব শব্দটা বাংলাদেশে অনেক আগে থেকেই আছে। আইন ও সালিশ কেন্দ্রের ২০২৩ সালের একটি রিপোর্ট অনুযায়ী, সে বছর মব ভায়োলেন্সে ৫১ জন নিহত হয়েছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই সংখ্যা ৩২ জন।”

তবে অতীতের নজির দেখিয়ে এখনকার ঘটনাগুলোকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট করেন আবুল কালাম। ‘মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে কেউ এতে জড়িত থাকুক না কেন, আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি আরও জানান, সরকার মব ভায়োলেন্স প্রতিরোধে সচেষ্ট রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা হয়েছে। তার ভাষ্য, শনিবার সারা দেশে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১,৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে মনে করেন পুলিশ নিষ্ক্রিয়, কিন্তু বাস্তবে তারা কঠোরভাবে কাজ করে যাচ্ছে।

সরকারি এই কর্মকর্তা বলেন, মব ভায়োলেন্স বন্ধে প্রশাসনকে আরও দায়িত্বশীল করা হবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে সরকার।