ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

শুল্ক আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ঢাকা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ১১:৪৮ এএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি- সংগৃহীত

বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছে ঢাকা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে প্রেস সচিব শফিকুল আলম লিখেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও রয়েছেন।

তিনি লিখেন, বাংলাদেশ প্রতিনিধি দল ইতোমধ্যে একাধিক দফায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে। আগামী ৯ জুলাই আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে শেখ বশিরউদ্দিন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন।

শফিকুল আলম লিখেন, ঢাকা আশা করছে, ওয়াশিংটনের সঙ্গে একটি যৌক্তিক শুল্ক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে—যা উভয় দেশের জন্যই লাভজনক হবে।

এদিকে কূটনৈতিক সূত্র জানিয়েছে, এর আগেও গত এপ্রিলে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়। তবে বৈশ্বিক অর্থনীতির অস্থিরতার কারণে ওই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করা হয়। সেটি ৯ জুলাই শেষ হচ্ছে। এর ঠিক আগেই আবার নতুন করে ৩৫ শতাংশ শুল্কের ঘোষণা এলো।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতি বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাকশিল্পের জন্য একটি বড় ধাক্কা হতে পারে।

উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজারগুলোর একটি। ২০২৪ অর্থবছরে বাংলাদেশ প্রায় ১০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছিল। এরমধ্যে প্রায় ৮৫ শতাংশই ছিল তৈরি পোশাক।