বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’ পুরস্কার অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ডসহ মোট ৫টি পদক অর্জন করেছে।
শেয়ারট্রিপ ও মাসিক ‘দ্য বাংলাদেশ মনিটর’-এর যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা, ইকোনমি ক্লাসে সেরা ইনফ্লাইট খাবার এবং বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এয়ারলাইন্স ব্র্যান্ড ক্যাটাগরিতে গোল্ড পদক লাভ করে।
এ ছাড়া বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে সিলভার পদক এবং অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি।
আপনার মতামত লিখুন :