আগামী নির্বাচন নিয়ে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে যে ঘোষণা দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন এখন নির্ভর করছে ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের ওপর।
রাজনৈতিক সংস্কার নিয়ে দলগুলোর মধ্যে কতটা ঐক্য এসেছে, সেই মূল্যায়ন কমিশন থেকে পাওয়ার পরই সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’-তে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও বিশেষ সহকারী মনির হায়দারের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠকে এসব আলোচনা হয়।
বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে প্রেস উইং কিংবা কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ চলমান সংলাপ ও সংস্কার প্রক্রিয়ায় দলগুলোর অগ্রগতি এবং ঐকমত্যের স্তর তুলে ধরেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করেন, ‘লন্ডন ঘোষণার বাস্তবায়ন নির্ভর করবে ঐকমত্য কমিশনের প্রতিবেদনের ওপর। কে কোন সংস্কারে সম্মত হয়েছে, আর কোনটি নিয়ে ভিন্নমত রয়েছে। সবকিছু নির্ভর করছে সেসব তথ্যের ওপর। এরপরই নির্বাচন কমিশন ভোটের রোডম্যাপ প্রকাশ করবে।’
এর আগে, ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘যদি প্রস্তুতি সম্পন্ন হয়, তবে ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন করা সম্ভব।’
বৈঠক সূত্রে আরও জানা যায়, সাংবিধানিক নিয়োগপ্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে একটি ‘নিয়োগ কমিটি’ গঠনের প্রস্তাব সংলাপে উঠলেও, বিএনপি তাতে আপত্তি জানিয়েছে।
এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘নিয়োগব্যবস্থাকে সংবিধানে এমনভাবে সুরক্ষিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ তা বাতিল করতে না পারে বা দলীয়ভাবে ব্যবহার না করে।’
বৈঠকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনার প্রসঙ্গও আসে। দলগুলোর বেশিরভাগ দ্বিকক্ষ সংসদে সম্মতি জানালেও, উচ্চকক্ষের সদস্য নির্বাচনের পদ্ধতি নিয়ে এখনও ঐকমত্য হয়নি। বিএনপি নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষে আসন বণ্টনের পক্ষে। অপরদিকে জামায়াতে ইসলামি, এনসিপি ও কয়েকটি দল চায় ভোটের শতাংশ অনুযায়ী বণ্টন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সংলাপ সরাসরি সম্প্রচার হওয়ায় আমি মনোযোগ দিয়ে শুনি। অত্যন্ত সন্তোষজনক বিষয় হচ্ছে, সব রাজনৈতিক দল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতপ্রকাশ করছে।’
নারী আসনে সরাসরি নির্বাচন নিয়ে কী ধরনের কাঠামো থাকবে, সেটিও নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর আগের দিন, অর্থাৎ বুধবার, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। ওই বৈঠক সম্পর্কে বিস্তারিত তথ্যও জানতে চান প্রধান উপদেষ্টা।