ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

আগামী ১৬ জুলাই ও ৫ আগস্ট কি সরকারি ছুটি?

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৬:০৯ পিএম
ছবি- সংগৃহীত

আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই দুই দিনের মধ্যে শুধু ৫ আগস্ট সাধারণ ছুটি থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে গণ্য করা হয়েছে। ফলে এদিন সরকারি ছুটি থাকবে না।

অন্যদিকে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের জন্য দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে অনুযায়ী এদিন সাধারণ ছুটি থাকবে।

মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে উভয় দিবস যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়, সরকার ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

জুলাই শহীদ দিবসের পরিপত্র থেক জানা গেছে, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।