ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ইসির তালিকায় যুক্ত হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৪:১০ পিএম
জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ শিগগিরই ইসি’র ওয়েবসাইটে যুক্ত হচ্ছে। ছবি- সংগৃহীত

নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ শিগগিরই নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে যুক্ত হচ্ছে। ইতোমধ্যেই প্রতীকের তালিকা হালনাগাদের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (১৬ জুলাই) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক প্রতীকের গেজেট ও তালিকা নিয়ে সিনিয়র সচিবের দপ্তরে যান। তবে সচিব না থাকায় তিনি পরে ফিরে যান।

এর আগে দুপুরে রফিকুল হক গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইসির ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। নতুন তালিকায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীক যুক্ত করার প্রক্রিয়া চলছে।

নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানান, বর্তমানে রাজনৈতিক দলের নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত তালিকা হালনাগাদ করা হচ্ছে। জামায়াতের নিবন্ধন স্থগিত থাকলেও ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে রাজনৈতিক সমীকরণ ও নতুন খসড়া অনুযায়ী।

অন্যদিকে, আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলেও কমিশনের পুরোনো সিদ্ধান্ত অনুযায়ী দলটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত তফসিল থেকে প্রতীক বাতিল হবে না। ফলে ওয়েবসাইটে প্রতীক সরালেও এটি এখনও আনুষ্ঠানিকভাবে বাতিল হয়নি।

এ বিষয়ে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেন, ‘‘অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এই মার্কা রাখছেন আপনারা?’’

বর্তমানে ইসির তালিকাভুক্ত প্রতীকের সংখ্যা ৬৯টি। এর মধ্যে ৫১টি রাজনৈতিক দলের জন্য এবং ১৮টি স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। খসড়া অনুযায়ী নতুন তালিকায় প্রতীকের সংখ্যা বাড়িয়ে ১১৫টি করার প্রস্তাব রয়েছে।