টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিল নিউজিল্যান্ড। টিম রবিনসন ও বেভন জ্যাকবসের অপরাজিত শতরানের জুটি এবং ডাফি-হেনরির আগুনঝরা বোলিংয়ে জয় কিউইরা।
প্রথমে ব্যাট করে ইনিংসের অর্ধেকেই মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। তবে সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন রবিনসন ও জ্যাকবস।
৫৭ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন রবিনসন, আর অভিষেকে ঝড় তোলা জ্যাকবস খেলেন ৪৪ রানের ইনিংস, যাতে ছিল তিনটি বিশাল ছক্কা।
তাদের ১০৩ রানের জুটিতে নিউজিল্যান্ড তুলে ফেলে ১৭৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা গুঁড়িয়ে যায় মাত্র ১৮.২ ওভারে ১৫২ রানে। জ্যাকব ডাফি ২০ রানে ৩টি ও ম্যাট হেনরি ৩৪ রানে ৩টি উইকেট নিয়ে ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন।
শুরুটা যদিও ভালোই করেছিল প্রোটিয়ারা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস মারেন ৬টি বাউন্ডারি, করেন ২৭ রান। কিন্তু এরপরেই হেনরির ধীরগতির বলে ক্যাচ দিয়ে ফিরে যান প্রিটোরিয়াস।
ডাফির শর্ট বলে মিড-উইকেটে ক্যাচ দিয়ে এক রানেই ফেরেন রুবিন হারমান। চতুর্থ নম্বরে উঠে আসা নতুন মুখ সেনুরান মুতুসামিও বেশিক্ষণ টিকতে দেননি ইশ সোধি। পাওয়ারপ্লে শেষে মিডল স্টাম্প উড়িয়ে দেন তিনি।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১৭৩/৫ (রবিনসন ৭৫*, জ্যাকবস ৪৪*)
দক্ষিণ আফ্রিকা: ১৫২/১০ (ডাফি ৩/২০, হেনরি ৩/৩৪)
ফল: নিউজিল্যান্ড জয়ী ২১ রানে